National

ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, সরকার ইস্যু ঘোরাচ্ছে, রাহুলের পাল্টা

Published by
News Desk

প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া-র কথা বলছেন। আর প্রতিদিন খবরের কাগজ খুললে শুধু ধর্ষণের খবর। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে লাগাতার ধর্ষণের খবর সামনে আসছে। শুক্রবার সংসদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি কী রেপ ইন ইন্ডিয়া মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন? রাহুল সাফ জানান, ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই। সরকার ছুতো খুঁজছে। ইস্যু ঘোরাচ্ছে। এখন মূল ইস্যু নাগরিকত্ব বিল। সেখান থেকে নজর ঘোরাতেই সরকার তাঁর বক্তব্য নিয়ে হৈচৈ শুরু করেছে বলে দাবি করেন রাহুল।

ঝাড়খণ্ডে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বৃহস্পতিবার মোদী সরকারের দিকে তোপ দেগে বলেন, প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া শুরু করেছেন, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তা এখন রেপ ইন ইন্ডিয়া হয়ে গেছে। ঝাড়খণ্ডের গোড্ডায় বক্তব্য রাখার সময় মহিলাদের প্রতি বাড়তে থাকা অত্যাচারের কথা তুলে ধরতে গিয়ে রাহুল যা বলেন তার জেরে বিজেপি সংসদে এদিন সোচ্চার হয়। বিজেপি সাংসদরা এদিন রাহুলের ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

রেপ ইন ইন্ডিয়া মন্তব্যের প্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার লোকসভায় বলেন, রাহুল যা বলেছেন তারপর তাঁর আর সাংসদ থাকার নৈতিক অধিকার নেই। রাহুল গান্ধীর উচিত সংসদে হাজির হয়ে এজন্য ক্ষমা চাওয়া। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, রাহুল গান্ধী কি তবে মানুষজনকে ধর্ষণে উৎসাহ দিতে চান? চান যে সকলে এগিয়ে আসুক এবং মহিলাদের ধর্ষণ করুক! কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, এটা ভারতীয় ইতিহাসে প্রথম যে কোনও সাংসদ ভারতীয় মহিলাদের ধর্ষণ করার জন্য মানুষকে এগিয়ে আসতে বলছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk