National

রাহুল গান্ধীদের বিমানবন্দর থেকেই ফেরানো হল

Published by
News Desk

জম্মু কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে কংগ্রেস সহ অন্যান্য দলের প্রতিনিধিদের শ্রীনগর বিমানবন্দর থেকেই ফেরানো হল। তাঁদের শ্রীনগরে ঢুকতে দেওয়া হল না। বাধ্য হয়েই বাধার মুখে ফিরতে হয় রাহুলদের। দলে ছিলেন রাহুল গান্ধী, গুলাম নবি আজাদের মত নেতারা। ছিলেন সীতারাম ইয়েচুরি, শরদ যাদব সহ অন্য নেতারাও। এভাবে তাঁদের আটকানোয় ক্ষোভ উগরে দিয়েছেন সকলে।

রাহুল গান্ধী বলেন, তাঁকে এর আগে জম্মু কাশ্মীরের রাজ্যপালই সেখান গিয়ে পরিস্থিতি দেখে আসার নিমন্ত্রণ দিয়েছিলেন। রাহুলের জন্য বিমানও পাঠানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু তিনি সেই বিমান তাঁর কাছ থেকে নেননি ঠিকই, কিন্তু এখানে আসার নিমন্ত্রণ গ্রহণ করেন। কিন্তু এদিন যখন তিনি এলেন তখন তাঁকে শ্রীনগর বিমানবন্দরেই আটকে দেওয়া হল। এ থেকেই পরিস্কার যে জম্মু কাশ্মীর এখনও মোটেও স্বাভাবিক হয়নি।

এভাবে আটকানোয় বিরোধীরা যখন ক্ষোভে ফেটে পড়েন, তখন বিজেপির পাল্টা দাবি রাজনৈতিক দলগুলি জম্মু কাশ্মীরে রাজনীতি করতে যাচ্ছে। ওখানে রাজনৈতিক পর্যটন বন্ধ হওয়া দরকার। এই তরজার মাঝেই অবশ্য শ্রীনগর বিমানবন্দরে বেশ কিছুক্ষণ কাটানোর পর কংগ্রেস সহ অন্য বিরোধী নেতাদের ফের দিল্লিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Rahul Gandhi

Recent Posts