National

লোকসভায় ভরাডুবির পর ইস্তফা দিতে চাইলেন রাহুল, মানল না দল

Published by
News Desk

পশ্চিম বঙ্গে যেমন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা দলকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই লোকসভায় খারাপ ফলের জন্য দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চাইলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। লোকসভায় ভরাডুবির পর শনিবার কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে বসে। সেখানেই রাহুল গান্ধী নিজের ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন। যদিও দল তাঁর এই ইচ্ছাকে মেনে নেয়নি। দল না মানলেও রাহুল কিন্তু এদিন নিজের অবস্থানে অনড় ছিলেন। শেষ পর্যন্ত দল না মানলেও তিনি নিজে ইস্তফা দেওয়ার ইচ্ছা থেকে সরে আসেননি।

তাঁর পকেট সিট আমেঠি থেকেও এবার পরাজিত হয়েছেন রাহুল গান্ধী। দল চূড়ান্ত খারাপ ফল করেছে। এই অবস্থায় প্রথম দিনেই হারের পুরো দায় নিজের কাঁধে নিয়েছিলেন রাহুল গান্ধী। এদিন সেই দায় নিয়ে ইস্তফাও দিতে চাইলেন। যদিও তাঁর দাবি না মেনে দলের তরফে তাঁকে আশ্বস্ত করা হয়েছে যে নতুন পরিকল্পনাকে সামনে রেখে দল এগিয়ে যাবে। দল তাদের মতাদর্শে অনড় থেকেই আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই চালাবে বলে কংগ্রেস ওয়ার্কিং কমিটির তরফে জানানো হয়েছে।

কংগ্রেসের হারের পর দলের অন্দরেই অনেক নেতা নিজেদের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। উত্তরপ্রদেশের দায়িত্ব থাকা রাজ বব্বর নিজেও হেরেছেন। তিনি উত্তরপ্রদেশে দলের খারাপ ফলের দায় নিয়ে ইস্তফাও দিয়েছেন। কংগ্রেসের কার্যকরী সমিতি জানিয়েছে খারাপ ফল হওয়ার সব কারণ খতিয়ে দেখবে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Rahul Gandhi

Recent Posts