National

রাফাল বিতর্কে ঘৃতাহুতি দিলেন রাহুল

Published by
News Desk

রাফাল বিতর্কে ঘৃতাহুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন একটি ই-মেলের প্রিন্ট আউট হাতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দাবি করেন, এটি থেকেই পরিস্কার যে প্রধানমন্ত্রী ফ্রান্সে গিয়ে ৩৬টি রাফাল জেটের যে চুক্তি করেন, তার ১০ দিন আগেই সেখানে হাজির হয়েছিলেন শিল্পপতি অনিল আম্বানি। তিনি প্যারিসে গিয়ে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। রাহুলের প্রশ্ন, যে চুক্তির কথা তখন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের জানা ছিলনা, যে চুক্তির কথা বিদেশ সচিব জানতেন না, হ্যাল জানত না। সেই চুক্তির কথা আগাম অনিল আম্বানি জানলেন কীভাবে?

দিল্লিতে কংগ্রেস সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি রাহুল গান্ধী, ছবি – আইএএনএস

রাহুল গান্ধী দাবি করেন, যে ই-মেলটি তাঁর সঙ্গে রয়েছে তা এয়ারবাস-এর এক আধিকারিকের লেখা। যেখানে একটি গোপন বৈঠকের উল্লেখ রয়েছে। ই-মেলটি ৩ জনকে পাঠানো হয়। যার সাবজেক্ট লাইনে লেখা ছিল ‘আম্বানি’। ২০১৫ সালের ২৮ মার্চের এই চিঠিকে তিনি একটি জোড়াল প্রমাণ বলে দাবি করেন। এই সূত্র ধরে প্রধানমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করেছেন রাহুল। শিল্পপতি অনিল আম্বানির একজন মধ্যস্থতাকারী হিসাবে প্রধানমন্ত্রীকে চিহ্নিত করে তোপ দেগেছেন তিনি।

সাংবাদিকদের একটি ই-মেলের প্রিন্ট আউট দেখাচ্ছেন রাহুল গান্ধী, ছবি – আইএএনএস

আরও একধাপ এগিয়ে রাহুল দাবি করেন, প্রধানমন্ত্রী যা করেছেন তা অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ভঙ্গ করার সামিল। তাই অবিলম্বে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া উচিত। কারণ এই চুক্তির বিষয়ে একমাত্র প্রধানমন্ত্রীর জানা ছিল। তাহলে অনিল আম্বানি তা জানলেন কীভাবে? রাহুল দাবি করেন, এসবের পরই অনিল আম্বানি তাঁর নতুন সংস্থা চালু করেন। যদিও এসব অভিযোগ মিথ্যা বলেই সাফ জানিয়েছে বিজেপি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk