Categories: State

চেনা কথাই আবার বলে প্রচারে রাহুল

Published by
News Desk

বহুকালের বস্তাপচা অভয়বাক্য দিয়ে ভোট প্রার্থনার বহুল প্রচলিত রাস্তায় হাঁটলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। জোট ক্ষমতায় এলে রাজ্যের উন্নয়ন থেকে বেকারদের কর্ম সংস্থান। ভোটের আগে এমন অঙ্গীকার শুনে ক্লান্ত মানুষ। তবু সেকথা ফের একবার হাওড়ার শ্যামপুরে আওড়ালেন রাহুল। এগুলো শুনে শুনে মানুষ এতটাই ক্লান্ত যে আজকাল আর এসব কথা কানেও তোলেন না, বিশ্বাসও করেন না। কোনও রাজনীতিবিদ যদি সদিচ্ছা থেকেও বলেন তাহলেও নয়। কারণ ঠকতে ঠকতে ক্লান্তি পেয়ে বসেছে তাঁদের। এদিন শ্যামপুরে চেনা ছকেই তৃণমূলকে বিঁধেছেন রাহুল। আশ্বাস দিয়েছেন ক্ষমতায় এলে সেতু বিপর্যয়ের সঠিক তদন্তের। তলে তলে মোদী মমতার সখ্যতার দাবি করেছেন। কালো টাকা ফেরাতে মোদী সরকারের সদিচ্ছার অভাবকে তুলোধোনা করেছেন। তাঁর নিজের নাম দেওয়া ফেয়ার এণ্ড লাভলি স্কিমের কথা তুলে কালো টাকার কারবারিদের মোদী সরকার আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন কংগ্রেসের সহ সভাপতি।

Share
Published by
News Desk

Recent Posts