National

নরেন্দ্র মোদী তাঁকে শিখিয়েছেন কোনটা করতে নেই, জানালেন রাহুল গান্ধী

Published by
News Desk

যখন নরেন্দ্র মোদী নির্বাচনে জিতে আসেন তখন তিনি কর্মসংস্থান, দুর্নীতি এসব বিষয়কে সামনে রেখে নির্বাচন জিতেছিলেন। কিন্তু এখন মানুষ বিশ্বাস করেন প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতিতে যুক্ত। আর এই হার তারই ফল। সকলেই এটা পরিস্কার অনুভব করছেন প্রধানমন্ত্রী যেসব অঙ্গীকার করেছিলেন তা তিনি রাখতে পারেননি। এদিন ৩ রাজ্যে দুরন্ত ফলের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সাংবাদিকদের একথা জানান। এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুল বলেন, তিনি তাঁর মাকে বলছিলেন তাঁর জন্য ২০১৪-র নির্বাচন ভীষণ কাজের হয়েছে। ওই নির্বাচন থেকে তিনি অনেক কিছু শিখেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তিনি শিখেছেন সেটা হল নিরহঙ্কার হওয়া।

এদিন রাহুল বলেন, নরেন্দ্র মোদীই তাঁকে শিখিয়েছেন কী করতে নেই! মোদী একটা বিশাল সুযোগ পেয়েছিলেন। কিন্তু এটা দুর্ভাগ্য যে তিনি দেশের হৃৎস্পন্দনটাই বুঝতে পারলেন না। এদিন নিজের দলীয় কর্মীদেরও অভিনন্দন জানান রাহুল গান্ধী। তাঁদের সিংহের সঙ্গে তুলনা করেন কংগ্রেস সভাপতি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk