National

নরেন্দ্র মোদী কেমন হিন্দু? প্রশ্ন তুলে খোঁচা রাহুলের

Published by
News Desk

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার প্রশ্ন তুলে দিলেন তাঁর হিন্দুত্বের জ্ঞান নিয়েই। রাহুল এদিন কটাক্ষের সুরেই বলেন নরেন্দ্র মোদী কেমন হিন্দু? যিনি হিন্দুত্বের ভিত্তি সম্বন্ধেই অবহিত নন! রাহুল এদিন পরামর্শের সুরেই নরেন্দ্র মোদীকে হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন। এদিন উদয়পুরে ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীকে আমিত্ববাদী বলেও এদিন খোঁচা দেন তিনি।

এদিনের বক্তব্যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টেনে রাহুল ঘুরিয়ে নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করেন। রাহুল বলেন, অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে তাঁদের মতাদর্শগত ফারাক থাকলেও অটলবিহারী বাজপেয়ীর ভাষা, তাঁর কথা বলার ভঙ্গিমা ছিল একদম আলাদা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk