National

ইউরোপ থেকে সোজা কেরালায় রাহুল গান্ধী

Published by
News Desk

মঙ্গলবার বন্যায় বিধ্বস্ত কেরালায় হাজির হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ২ দিনের সফরে কেরালা এসেছেন তিনি। ছিলেন ইউরোপে। সেখান থেকে সোজা এদিন সকালে তিরুবনন্তপুরমের বিমানবন্দরে নামেন রাহুল গান্ধী। তাঁকে বিমানবন্দরে নিতে হাজির ছিলেন এলাকার সাংসদ তথা কংগ্রেস নেতা শশী থারুর। এছাড়াও ছিলেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব। এদিন ত্রাণ শিবিরে হাজির হন রাহুল গান্ধী। সেখানে বন্যার্তদের সঙ্গে কথা বলেন। কথা বলেন সেসব মৎস্যজীবীদের সঙ্গেও যাঁরা প্রাণ বাজি রেখে বহু মানুষকে বন্যা দুর্গত অবস্থা থেকে উদ্ধার করেন।

এদিন বানভাসি আলাপ্পুজা ও অঙ্গমালি এলাকার পরিস্থিতি ঘুরে দেখেন রাহুল গান্ধী। বুধবারও রাজ্যের অন্য কয়েকটি বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। কথা বলবেন ত্রাণ শিবিরে থাকা বন্যা দুর্গতদের সঙ্গেও।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk