National

অনেক ভারতীয়ের চেয়েও তাঁর মা অনেক বেশি ভারতীয়, দাবি রাহুলের

Published by
News Desk

হিন্দি, ইংরাজি বা নিজের মাতৃভাষায় কর্ণাটকের কংগ্রেস সরকারের সাফল্য নিয়ে টানা ১৫ মিনিট বলে দেখান রাহুল গান্ধী। কর্ণাটকে বিজেপির হয়ে ভোট প্রচারে গিয়ে এভাবেই ঘুরিয়ে সনিয়া গান্ধীর ‘বিদেশিনী’ ইস্যু নিয়ে খোঁচা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথা বোধহয় মনে রেখে দিয়েছিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী দাবি করলেন, তাঁর মা অনেক ভারতীয়ের চেয়ে বেশি ভারতীয়। তিনি ইতালিতে জন্মাতে পারেন, কিন্তু জীবনের অধিকাংশ দিন ভারতেই কাটিয়েছেন। দেশের জন্য অনেক আত্মত্যাগ করেছেন তিনি।

পাল্টা প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী তাঁকে কটূক্তি করে আনন্দ পেতে পারেন। কিন্তু এ থেকেই পরিস্কার তিনি কেমন রুচির মানুষ। প্রধানমন্ত্রী তাঁকে ভয় পাচ্ছেন বলেও দাবি করেন কংগ্রেস সভাপতি। ভয় পাচ্ছেন বলেই তাঁর ওপর রাগ আছে প্রধানমন্ত্রীর। এদিন এমনও দাবি করেন রাহুল গান্ধী।

Share
Published by
News Desk