National

কংগ্রেসের সম্বন্ধে জনসভায় বলুন, সংসদে জনগণের প্রশ্নের উত্তর দিন : রাহুল গান্ধী

Published by
News Desk

রাফালে ডিল, কৃষক সমস্যা, কর্মসংস্থানের মত বিষয় নিয়ে কিছুই বললেন না। দেড় ঘণ্টার ভাষণে দেশের মানুষের করা এসব প্রশ্নের কোনও উত্তর নেই। এগুলো এড়িয়ে গেলেন। আর কংগ্রেসের বিরুদ্ধে ভাষণ দিলেন। উনি বোধহয় ভুলে গেছেন রাজনৈতিক ভাষণ দেওয়ার জায়গা সংসদ নয়, জনসভা। এদিন সংসদে প্রধানমন্ত্রীর আক্রমণাত্মক জবাবি ভাষণের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে অনেকটা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের সমালোচনায় ব্যয় করেন। সেই প্রসঙ্গ টেনেই রাহুল বলেন, কংগ্রেস সম্বন্ধে যা ইচ্ছে হয় বলতে পারেন। কিন্তু সেটা জনসভায়। সংসদে আপনি প্রশ্ন নয়, জনতার প্রশ্নের জবাব দিন। পাশাপাশি প্রধানমন্ত্রীর জবাবি ভাষণকে এদিন হতাশাব্যঞ্জক বলে ব্যাখ্যা করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁরও দাবি, প্রধানমন্ত্রী এদিন আসল প্রশ্ন এড়িয়ে গেছেন। তার কোনও সদুত্তর তিনি দিতে পারেননি।

Share
Published by
News Desk