National

গান্ধীনগরে প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

Published by
News Desk

নির্বাচনী প্রচারে শনিবার গুজরাটের গান্ধীনগরে পৌঁছে গেলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহ-সভাপতি প্রচার শুরু করার আগে শনিবার গান্ধীনগরে অক্ষরধাম মন্দিরে পুজো দেন। এদিনের জনসভায় রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় রেখে বেকারত্ব, জিএসটি সহ একাধিক বিষয়ে মুখ খোলেন। গুয়াহাটিতে জিএসটি কাউন্সিলের বৈঠকে ১৭৭টি পণ্যের ওপর করের বোঝা কমা নিয়ে মতামত ব্যক্ত করেন। তাঁর দাবি, কংগ্রেস এবং দেশের মানুষ একযোগে সরকারকে কর ছাড়ে বাধ্য করেছে। কিন্তু তিনি জিএসটি নিয়ে এখনও খুশি নন। জিএসটি-কে গব্বর সিং ট্যাক্স বলে সম্বোধন করে তিনি বলেন, এই ট্যাক্স তিনি চান না। জিএসটির পরিকাঠামোগত সংস্কারের পাশাপাশি ৫টি আলাদা করের পরিবর্তে দেশজুড়ে একটিমাত্র করের পক্ষে সওয়াল করেন রাহুল গান্ধী।

বেকারত্ব ইস্যুতেও সরকারকে তোপ দাগেন কংগ্রেস সহ-সভাপতি। তিনি বলেন, ন্যানো গাড়ির জন্য আপনাদের জমি কাড়া হল, কিন্তু সেই ন্যানো এখনও চোখেই দেখলেন না। এই সরকার কেবলমাত্র ৫-১০ জন পুঁজিপতির কথাই ভাবে।

Share
Published by
News Desk