National

নোট বাতিল এবং জিএসটি দেশবাসীর জন্য জোড়া টর্পেডো : রাহুল

Published by
News Desk

জিএসটি-কে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ সহ বাছা বাছা বিশেষণে নরেন্দ্র মোদীকে বিদ্ধ করে চলেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এক দলীয় আলোচনার শেষে সোমবার ‌তিনি সাংবাদিকদের বলেন, নোট বাতিল এবং জিএসটি, দেশবাসীকে জোড়া টর্পেডো মেরেছেন মোদী। সোনিয়া পুত্রের মতে, নোট বাতিলের আঘাত বিপর্যয় ডেকে এনেছে। ৮ই নভেম্বর একটি দুঃখের দিন। কিন্তু প্রধানমন্ত্রী তা উদযাপন করতে বলছেন। এখানেই স্পষ্ট সাধারণ মানুষের দুর্দশা তিনি উপলব্ধি করে উঠতে পারছেন না।

প্রসঙ্গত, ৮ই নভেম্বর কালো টাকা বিরোধী দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছে বিজেপি। কিন্তু শুধু কংগ্রেস একা নয়, বিরোধী শিবিরের আরও অনেক দল ঐদিন কালা দিবসের ডাক দিয়ে বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানিয়েছে।

Share
Published by
News Desk