National

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী?

Published by
News Desk

২০১৯ এ লোকসভা নির্বাচন। তার আগে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরে নির্বাচন লড়তে চায় কংগ্রেস। এটা আগেই কার্যত পরিস্কার করে দিয়েছে দল। রাহুল গান্ধীকে দলের সভাপতি করা নিয়েও বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এবার হয়তো সেই জল্পনা বাস্তবের রূপ নিতে চলেছে। দিওয়ালির পরই হয়তো কংগ্রেস প্রেসিডেন্ট পদ ছেলেকে ছেড়ে দিতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।

একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিয়েছেন সনিয়া গান্ধী। সম্ভাবনা আরও জোড়াল হয়েছে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধীকে সভাপতি করার প্রস্তাব আসার পর। আগেই উত্তরপ্রদেশ কংগ্রেসের তরফ থেকে এই একই প্রস্তাব এসে পৌঁছেছে এআইসিসি সদর দফতরে। যা পরিস্থিতি তাতে খুব দ্রুতই দলের সভাপতি নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।

Share
Published by
News Desk