একগুচ্ছ প্রশ্ন আর দাবিতে ফের এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেকায়দায় ফেলার চেষ্টা করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের ১৩২ তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন রাহুল যে প্রশ্নগুলি উত্থাপন করেছেন সেগুলি এরকম –
এদিন প্রশ্নের পাশাপাশি বেশ কিছু দাবিও পেশ করেছেন কংগ্রেস সহ-সভাপতি –
মোদী সরকারের দিকে কড়া ভাষায় আক্রমণ করে রাহুল দাবি করেন দেশের মানুষের আর্থিক স্বাধীনতা কেড়ে নিয়েছে কেন্দ্র। তাঁদের টাকা তাঁরাই ব্যাঙ্ক থেকে তুলতে পারছেন না। এটা চলতে পারেনা। অবিলম্বে সপ্তাহে ২৪ হাজার টাকা তোলার উর্ধ্বসীমা বাতিল করার আবেদন জানিয়েছেন তিনি। এদিকে রাহুল গান্ধীর বক্তব্যের পর পাল্টা আক্রমণের পথে হেঁটে বিজেপির দাবি রাহুল গান্ধী চোরেদের বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু অগস্তা কাণ্ডে তদন্ত তাঁর দরজায় টোকা মারছে। এই অবস্থায় প্রসঙ্গ ঘোরানোর জন্যই রাহুল গান্ধী এসব বলছেন বলে দাবি করে বিজেপি।