Categories: State

রাহুলের সভায় বামেদের আমন্ত্রণ

Published by
News Desk

কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর জনসভায় থাকতে পারবেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। পূর্বনির্ধারিত কাজ থাকায় তিনি থাকতে পারছেন না। তবে বামেদের তরফে প্রতিনিধি থাকবেন। এদিন বামেদের তরফে এমনই জানান হয়েছে। রাহুল গান্ধীর সভায় উপস্থিত থাকার জন্য বাম নেতাদের আমন্ত্রণ করা হয়েছিল। সেই আমন্ত্রণের প্রেক্ষিতেই বামেদের এই সিদ্ধান্ত। আগামী ২ এপ্রিল নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন রাহুল। ওই দিন তিনটি সভা করবেন রাহুল। দুর্গাপুর, বাঁকুড়া ও কুলপিতে জনসভা করার কথা রয়েছে তাঁর। সেখানেই জোট বার্তা স্পষ্ট করতে বাম নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Share
Published by
News Desk