National

ব্যঙ্গ করতে চাইলে করুন, কিন্তু দেশবাসীকে জবাব দিন : রাহুল

Published by
News Desk

তাঁকে ‌যতখুশি ব্যঙ্গ করার করুন। কিন্তু তাঁর করা প্রশ্নের জবাব দিন। দুর্নীতি করেছেন কিনা তার জবাব দিন। এ উত্তর তিনি চাইছেন না। দেশের আমজনতা চাইছেন। তাঁদের উত্তর দিন। এদিন উত্তরপ্রদেশের বাহরাইচে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে এদিন ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।

রাহুলের দাবি, সাহারা ও বিড়লাদের থেকে নরেন্দ্র মোদীর টাকা নেওয়ার যে অভিযোগ তিনি সামনে এনেছেন তার জবাব দিতে না পেরেই ব্যঙ্গ বিদ্রূপের রাস্তায় হাঁটছেন প্রধানমন্ত্রী। সরাসরি নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী বলেও আক্রমণ শানিয়েছেন রাহুল। এদিন ফের তিনি দাবি করেন, দেশের ৫০টি ধনী পরিবার ও অন্য মুষ্টিমেয় ধনী শিল্পপতিকে সাহায্য করতেই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মোদী। ব্যাঙ্কর লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন দেশের আমজনতাকে।

ব্যাঙ্কের লাইনে চোরেরা দাঁড়ায়নি বলে এদিন দাবি করেন রাহুল। প্রসঙ্গত বুধবার মোদীর বিরুদ্ধে দুর্নীতির তোপ দাগার পর এদিন বারাণসীতে একটি অনুষ্ঠানে রাহুল গান্ধীর নাম না করে তাঁকে নিয়ে ঠাট্টাতামাসা করেন প্রধানমন্ত্রী। এদিকে রাহুলের দাবিকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের দাবি করেছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব।

Share
Published by
News Desk