National

প্রধানমন্ত্রী যেভাবে পোশাক বদলান, আরবিআই সেভাবে নির্দেশিকা বদলায় : রাহুল

Published by
News Desk

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে পোশাক বদলান, সেভাবে নিয়ম বদলাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নোট বাতিল ইস্যুতে এভাবেই এদিন ট্যুইটে বোমা ফাটালেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। রিজার্ভ ব্যাঙ্ক তার নয়া নির্দেশিকায় জানিয়েছে, পুরানো নোটে ৩০ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত একবারই একটা অ্যাকাউন্টে জমা দেওয়া যাবে। এই নির্দেশিকার বিরুদ্ধে সুর চড়িয়ে ইতিমধ্যেই নির্দেশিকা বাতিল করার আর্জি জানিয়েছে কংগ্রেস। নোট বাতিলের পর থেকে আরবিআই কীভাবে নির্দেশিকা বদলেছে তা নিয়ে একটি নিবন্ধও এদিন প্রকাশ করেছেন রাহুল।

 

Share
Published by
News Desk