Sports

বিরল সম্মান পেলেন রাহুল দ্রাবিড়

Published by
News Desk

এখনও পর্যন্ত ভারতের ক্রিকেট ইতিহাসে মাত্র ৪ জন এই সম্মান পেয়েছেন। আইসিসি ক্রিকেট হল অফ ফেমে তিনি হলেন পঞ্চম ভারতীয় ক্রিকেটার যিনি এই সম্মান পেলেন। তিনি রাহুল দ্রাবিড়। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য আইসিসি তাঁকে এই সম্মান দিল। রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই সম্মান পেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

রাহুল দ্রাবিড় হলেন পঞ্চম ভারতীয় ক্রিকেটার যিনি এই সম্মান পেলেন। তাঁর আগে এই সম্মান পেয়েছেন বিষেন সিং বেদী, সুনীল গাভাস্কার, কপিল দেব ও অনিল কুম্বলে। ক্রিকেট কেরিয়ার শুরুর সময়ে যে কোনও ক্রিকেটারের স্বপ্ন থাকে ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় তাঁর নাম যুক্ত করা। এই সম্মান পাওয়ায় খুশি রাহুল এমনই জানিয়েছেন। অন্যদিকে তাঁর সঙ্গেই এই সম্মানে ভূষিত রিকি পন্টিং হলেন অস্ট্রেলিয়ার ২৫ তম ক্রিকেটার, যিনি এই সম্মান পেলেন।

Share
Published by
News Desk
Tags: Rahul Dravid

Recent Posts