Sports

টেস্টে সর্বাধিক বল খেলা ক্রিকেটার ভারতেরই, কখনও শূন্য রানে আউট হননি

টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে এমন সব রেকর্ড যা বিশ্বের কোনও ক্রিকেটারের নেই। আর তিনি ভারতেরই এক ক্রিকেট কিংবদন্তি। নামটা সকলের জানা।

Published by
News Desk

তাঁর ঝুলিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসের এমন সব রেকর্ড রয়েছে যা বিশ্বের আর কারও নেই। ক্রিকেট দুনিয়ায় অনেক স্বনামধন্য খেলোয়াড় এসেছেন। এখন রয়েছেন। আবার আগামী দিনেও আসবেন। তবে এখনও টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এই ভারতীয় তারকার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড।

তিনি তাঁর পুরো টেস্ট জীবনে ৩১ হাজার ২৫৮টি বল খেলেছেন। ২৮৬টি ইনিংসে এই সংখ্যক বল খেলার রেকর্ড রয়েছে তাঁর। এখানে বলে রাখা ভাল যে এখনও কোনও ক্রিকেটারের ৩১ কেন ৩০ হাজার বল খেলার রেকর্ডও সারাজীবনে নেই।

উত্তরটা শচীন তেন্ডুলকর যাঁরা ভাবছেন তাঁরা সঠিক ভাবছেন না। যাঁর কথা বলা হচ্ছে তিনি শচীন তেন্ডুলকরের সমসাময়িক। যিনি ক্রিজে সবচেয়ে বেশিক্ষণ কাটানোর রেকর্ডও করেছেন।

টেস্ট ক্রিকেটে ৭৩৫ ঘণ্টা ৭২ মিনিট ব্যাট হাতে ক্রিজে কাটিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, তিনি এমন এক ক্রিকেটার যিনি তাঁর টেস্ট কেরিয়ারে কখনও শূন্য রানে আউট হননি।

ভারতের এই টেস্ট ক্রিকেটের মহাতারকার নাম রাহুল দ্রাবিড়। যিনি ভারতীয় দলের কোচ হিসাবেও বিশ্বজয় করেছেন। রাহুল দ্রাবিড়ের টেস্ট ক্রিকেটে যা রেকর্ড রয়েছে তা শচীন, সৌরভদেরও নেই। সুনীল গাভাস্কার থেকে বিরাট কোহলিদেরও নেই।

ফাইল : রাহুল দ্রাবিড়, ছবি – আইএএনএস

রাহুল দ্রাবিড় যখন ভারতীয় দলে খেলছেন তখন তাঁকে দ্যা ওয়াল বা দেওয়াল বলে ডাকা হত। দেওয়ালের মতই প্রতিপক্ষের ঝাপটা থেকে দলকে ব্যাট হাতে রক্ষা করতেন তিনি।

Share
Published by
News Desk
Tags: Rahul Dravid

Recent Posts