Sports

ইউএস ওপেন জিতে উচ্ছ্বসিত রাফা

Published by
News Desk

ইউএস ওপেন জিতলেন রাফায়েল নাদাল। এই নিয়ে তাঁর ১৬ তম গ্র্যান্ড স্ল্যাম জয় সম্পূর্ণ হল। যদিও বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা জিততে ফাইনালে তেমন খাটতে হয়নি রাফাকে। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে স্ট্রেট সেটেই হারিয়ে দেন তিনি। তেমন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি কেভিন। ৬-৩, ৬-৩, ৬-৪ সেটে জিতে খেতাব নিশ্চিত করেন নাদাল।

জয়ের পর খুশি চেপে রাখেননি নাদাল। জানান এই জয়ে তিনি উচ্ছ্বসিত। চলতি বছরে ৩টি বড় প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছেন তিনি। এটাও তাঁর বড় সাফল্য বলেই মনে করছেন বিশ্বের অন্যতম সেরা এই টেনিস প্রতিভা।

Share
Published by
News Desk
Tags: Rafael Nadal

Recent Posts