Entertainment

একান্ত ব্যক্তিগত মুহুর্তের ছবি ফাঁস, লজ্জায় বিনোদন জগত ছাড়লেন গায়িকা

Published by
News Desk

একান্ত ব্যক্তিগত মুহুর্তের ছবি, ভিডিও। সেসব গত সপ্তাহে ফাঁস হয়ে যায় ইন্টারনেটে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসার পর তা ছড়িয়ে পড়তে একদম সময় নেয়নি। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে হুহু করে ছড়াতে থাকে পাক গায়িকা রবি পিরজাদার এসব একান্ত ব্যক্তিগত মুহুর্তের ছবি, ভিডিও। যা সামনে আসার পর লজ্জায় হোক বা ক্ষোভে বিনোদন জগত থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন গায়িকা।

রবি পিরজাদা অবশ্য হালে বারবার খবরে উঠে এসেছিলেন। একবার তিনি হাতে সাপ ধরে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেন। সাপ হাতে জানিয়ে দেন মোদীর জন্য সাপ ও কুমির পাঠাবেন তিনি। এর কিছুদিন পর ফের খবরে আসেন রবি। এবার তিনি গায়ে একটি মানব বোমার জ্যাকেট পরিহিতা অবস্থায় ছবি দেন। এবার নরেন্দ্র মোদীর ওপর আত্মঘাতী হামলার হুঁশিয়ারি দেন তিনি। এভাবে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে রবি পিরজাদার নাম।

গত সপ্তাহে রবি পিরজাদার একান্ত ব্যক্তিগত মুহুর্তের ছবি ভাইরাল হওয়ার পর তিনি অভিযোগও দায়ের করেন। কীভাবে এমন ছবি ছড়িয়ে পড়ল তা জানতে চান রবি পিরজাদা। অবশেষে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিনোদন জগত থেকে। এদিকে এই পাক তরুণী গায়িকার একান্ত ব্যক্তিগত মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তাঁর ছবি দেখার পর তাঁকে নানা ভাষায় ট্রোলও করেছেন। অনেকে আবার বলার চেষ্টা করেছেন প্রচারের আলোয় থাকার জন্য নিজেই ওসব ছবি নাকি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন রবি পিরজাদা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Pakistan

Recent Posts