Kolkata

আর জি করের সামনে তৃণমূলের বিক্ষোভের মুখে দিলীপ, কৈলাস

Published by
News Desk

গত বুধবার বসিরহাটে আহত এক বিজেপি কর্মীকে কলকাতার আর জি কর হাসপাতালে আনা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি চিকিৎসকেরা। এই ঘটনার পর তৃণমূলের কটাক্ষ বসিরহাটে কী করছিলেন ওই বিজেপি কর্মী? তৃণমূল নেতৃত্বের দাবি, বসিরহাটের ঘটনায় বিজেপির উস্কানি রয়েছে। আর এটাই তার প্রমাণ। এদিন দুপুরে আর জি করে ওই মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে হাজির হন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের দায়িত্বে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির বেশ কয়েকজন কর্মী। এঁদের গাড়ি আর জি কর হাসপাতালের গেটের কাছে পৌঁছতেই পথ আটকান স্থানীয় তৃণমূল কর্মী ও রোগীর আত্মীয়রা। তাঁদের দাবি, হাসপাতালে অনেক রোগী রয়েছেন। এখানে রাজনীতি করা চলবে না। বিজেপি সভাপতির গাড়িতে ধাক্কাও দেন তাঁরা। এরপর বেশ কয়েকজন বিজেপি কর্মী গাড়ি থেকে নেমে আসেন। শুরু হয় দুপক্ষে হাতাহাতি। পুলিশ অবস্থা সামাল দিতে চেষ্টা করে। কিন্তু বিজেপি নেতাদের আর জি করের গেট পার করতে দেননি তৃণমূল সমর্থকেরা। বিক্ষোভের মুখে অবশেষে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফিরে যান দিলীপ, কৈলাস, লকেটরা। এদিকে ধুন্ধুমার কাণ্ডে আর জি কর রোড প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে অবস্থা নিয়ন্ত্রণে আনে পুলিশ।

 

Share
Published by
News Desk

Recent Posts