SciTech

ভারতীয় সেনার সোনালি দিন, সার্জিক্যাল স্ট্রাইকের পর সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষাও

Published by
News Desk

মঙ্গলবার ভোররাতে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ফিরে এসেছে ভারতীয় বায়ুসেনা। সেই সাফল্য তারিয়ে উপভোগ করছেন ভারতবাসী। অবশ্যই এমন এক সাফল্যের পর ভারতীয় সেনার মনোবলও তুঙ্গে। এমনই এক সোনালি দিনে আরও এক সাফল্য ঝুলিবন্দি করল ভারত। ওড়িশার বালাসোর‌ জেলার চাঁদিপুর থেকে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও মঙ্গলবার ২টি স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে। ২টি ক্ষেপণাস্ত্রই ৩০ কিলোমিটার দূরে সঠিক টার্গেটে আঘাত হানে।

এই সফল পরীক্ষা ভারতীয় সেনার তূণীরে আরও একটি শক্তিশালী তির যোগ করল। যা দিয়ে আকাশপথে আসা শত্রুপক্ষের হানাকে আকাশেই চৌচির করে দিতে পারবে ভারত। ক্ষেপণাস্ত্র ২টি একটি বিশেষভাবে যুদ্ধাস্ত্র বহনকারী ট্রাক থেকে ছোঁড়া হয়। পুরো পরীক্ষাই এদিন সাফল্য পেয়েছে।

২টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর পুরো ইউনিটকে অভিনন্দন জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। এই ২ ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের ট্যাঙ্ক ও বাঙ্কার ধ্বংস করতেও সিদ্ধহস্ত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts