National

বিশ্বের সেরা ২০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩টি ভারতের

Published by
News Desk

২০২০ কোয়াকুয়ারেলি সাইমণ্ডস তালিকা প্রকাশিত হল লন্ডনে। এই তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের ২০০টি সেরা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। যারমধ্যে ভারতের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। এটা অবশ্যই ভারতের জন্য বড় সাফল্য বলেই মনে করছেন শিক্ষার সঙ্গে যুক্ত মানুষজন। এটা ভারতের জন্য গর্বেরও। ভারতের যে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান তালিকায় জায়গা পেয়েছে তারমধ্যে রয়েছে আইআইটি বম্বে, আইআইটি দিল্লি এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু।

বিশ্ব তালিকায় আগেও আইআইটি বম্বে ছিল। গতবার আইআইটি বম্বে ছিল ১৬২ নম্বরে। এবার তা এগিয়ে হয়েছে ১৫২ নম্বর। এই ১০ পয়েন্ট এগিয়ে যাওয়ার কারণ হল গবেষণার সুবিধা উন্নয়ন। তালিকা প্রকাশের নিয়ামক সংস্থা জানাচ্ছে আইআইটি বম্বে গবেষকদের গবেষণার কাজে সুবিধা অনেকটা বাড়িয়েছে। পরিকাঠামো উন্নত হয়েছে। তার প্রভাব পড়েছে তাদের মূল্যায়নের ক্ষেত্রে।

আইআইটি বম্বে দেশের মধ্যে তালিকায় প্রথম স্থানে রয়েছে। তারপরই স্থান হয়েছে আইআইটি দিল্লির। যা কিন্তু গতবার তালিকায় ছিলনা। এবার তারা দ্বিতীয় স্থানে থাকা ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু-কে সরিয়ে দিয়েছে দ্বিতীয় স্থান থেকে। গতবার দ্বিতীয় স্থানে থাকা ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু এবার নেমে গিয়েছে তৃতীয় স্থানে। তবে সার্বিকভাবে কিন্তু ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির ফল খারাপ হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk