Business

পিএনবি-র একটি শাখায় ১১,৩০০ কোটির অবৈধ লেনদেনের খোঁজ, পড়ল ব্যাঙ্কের শেয়ারদর

Published by
News Desk

রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বইয়ের একটি শাখায় ধরা পড়ল ১১ হাজার ৩০০ কোটি টাকার অবৈধ লেনদেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসতেই তাঁরা গোটা বিষয়টি ল্ এনফোর্সমেন্ট এজেন্সিগুলিকে জানিয়েছেন। পিএনবি কর্তৃপক্ষের দাবি, কয়েকজন বাছা বাছা গ্রাহককে সুবিধা পাইয়ে দিতেই এই বিপুল অঙ্কের অবৈধ লেনদেন হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে আরও দাবি করা হয়েছে যে পরিমাণ টাকা অবৈধভাবে লেনদেন হয়েছে, তা তাদের গ্রাহকদের ২০১৭ সালের আয়ের চেয়েও অনেকগুণ বেশি। এর চেয়ে বেশি কিছু অবশ্য ব্যাঙ্কের তরফে জানানো হয়নি।

কারা কারা এই অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত তাও খোলসা করে কিছু জানায়নি ব্যাঙ্ক। তবে এই খবর সামনে আসার পরই তার ব্যাপক প্রভাব পড়েছে পিএনবি-র শেয়ারে। একধাক্কায় এদিন সকালেই অনেকটা পড়ে যায় পিএনবির শেয়ারদর। এদিকে এই ঘটনা শোনার পর গ্রাহকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। এর কোনও প্রভাব তাঁদের ওপর এসে পড়বে কিনা তা নিয়ে আতঙ্ক দানা বেঁধেছে পিএনবি-র গ্রাহকদের মনে।

Share
Published by
News Desk

Recent Posts