Durga Pujo

কলেজ স্কোয়ারে এবার গুজরাটের স্বামীনারায়ণ মন্দির

Published by
News Desk

নতুনত্ব যতই নজর কাড়ুক না কেন সাবেকিয়ানার প্রতি একটা আলাদা টান থেকেই যায়। নতুনত্বের মাঝে আমাদের মন এক সময় না এক সময় নস্টালজিক হয়ে পড়ে। তখনই ফিরে যেতে ইচ্ছে করে চিরাচরিতের কাছে। তাই হয়তো কলকাতায় থিমের পুজোর ভিড়ে এখনও সদর্পে বেঁচে থাকে সাবেকি পুজো। পুজোর সাজসজ্জা যতই বদলাক, নিজেদের মৌলিকতা এখনও ধরে রেখেছে কলেজ স্কোয়ার সার্বজনীনের পুজো। এবার ৭১-এ পা দিল কলকাতার এই অন্যতম বারোয়ারি।

একটা চিরাচরিত ঐতিহ্য জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত মানুষজন এই পুজোর সূচনা করেন। এক সময় গোটা কলকাতায় হাতে গোনা কয়েকটি পুজো হত। সেই সময় থেকেই জনপ্রিয় এই কলেজ স্কোয়ার। পাশাপাশি ২টি পুজো মহম্মদ আলি পার্ক ও কলেজ স্কোয়ার একসঙ্গে দেখতেন দর্শকরা। এখনও সেই ধারা বজায় রয়েছে। কলজে স্কোয়ারের অন্যতম বৈশিষ্ট্য আলোর খেলা। বিশাল কলেজ স্কোয়ারের জলের ওপর আলোর নানা খেলা দেখতে দেখতে মানুষ পৌঁছে যান মূল মণ্ডপে। সেই ধারা ধরে রেখেছেন কলেজ স্কোয়ারের পুজো উদ্যোক্তারা। গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। প্রতিমা হবে সাবেকি। শিল্পী সনাতন রুদ্র পাল। সাধারণ মানুষের দর্শনের জন্য তৃতীয়ার দিন খুলে দেওয়া হবে মণ্ডপ। কলেজ স্কোয়ারের এবারের বাজেট ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। এবারও কয়েক লক্ষ মানুষ এই পুজো দেখতে আসবেন বলে আশা উদ্যোক্তাদের।

Share
Published by
News Desk