Durga Pujo

এবার শহরে দেখা মিলবে আন্দামানের গভীর জঙ্গলের অধিবাসী জারোয়াদের!

Published by
News Desk

আন্দামানের জারোয়াদের কথা কে না জানেন! ভারতীয় এই আদিবাসী জনগোষ্ঠী তাদের মত করে জীবন ধারণে অভ্যস্ত। সভ্য জগতের থেকে তাঁরা নিজেদের আলাদা রাখতেই পছন্দ করেন। তাঁদের সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে সরকারও তাঁদের এই আলাদা থাকার সম্পূর্ণ বন্দোবস্ত করেছে। তাঁদের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়না সাধারণ মানুষকে। একে ভিন্ন সংস্কৃতিকে আঁকড়ে বেঁচে আছেন জারোয়ারা। এই জাতিগোষ্ঠীর সংস্কৃতির এক টুকরো দৃশ্যপট দেখা যাবে এবার বরিশা সর্বজনীনের মণ্ডপে।

কলকাতার পুরনো পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। এবার ৭০ তম বর্ষে পা রাখল এই পুজো। বরিশা সর্বজনীনের এবারের থিম ‘এখন মানুষ’। আমরা প্রকৃতিকে নষ্ট করি। কিন্তু এই প্রকৃতিকে জারোয়ারা তাঁদের জীবন ধারণের পথে সম্পদ বানিয়েছেন। জারোয়াদের সেই প্রকৃতির মাঝে জীবনযাপনের চিত্র উঠে আসবে মণ্ডপে। বাজেট ৬০-৭০ লক্ষ টাকা। মণ্ডপে শোনা যাবে শুভ দাশগুপ্তের কণ্ঠে ভাষ্যপাঠ। প্রতিমা হবে সনাতনি, কিন্তু থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উদ্বোধন হবে দ্বিতীয়ার দিন।

Share
Published by
News Desk