Durga Pujo

সুবর্ণজয়ন্তী বর্ষে এখানে সব রং মিশছে এক রঙে এসে

Published by
News Desk

এবার সুবর্ণজয়ন্তী বর্ষে নাগেরবাজার সার্বজনীন। এই বিশেষ বছরে তাদের পুজোর থিম সব রংই মেশে এক রঙে এসে। ছোটবেলায় আমাদের কোনও রং থাকে না। তারপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে বিভিন্ন রং আসে। কিন্তু বৃদ্ধ বয়সে আবার ফের রংহীন হতে থাকে জীবন। দক্ষিণ ভারতের একসঙ্গে ২টি উৎসবের দেখা মিলবে মণ্ডপে। থাকছে মানানসই আলোকসজ্জা। এখানে ব্যবহার করা হচ্ছে চন্দননগরের আলো। প্রতিমা আসছে কুমোরটুলি থেকে। একটা বিশেষ চমক থাকছে প্রতিমায়। তবে সেটা এখনই জানানো যাবে না বলে জানালেন থিম মেকার অভিষেক ভট্টাচার্য।

অভিষেকবাবু জানালেন, পুজোর বাজেট ৫০ লক্ষ টাকা। নদিয়ার শিল্পীরা প্যান্ডেল তৈরির দায়িত্বে আছেন। মহালয়ার দিন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল। ৫০ বছরে পা দিয়ে উদ্যোক্তাদের আশা এবার সামনের সারির পুজোগুলির তালিকাতেই থাকবে এই পুজোর নাম।

Share
Published by
News Desk