বেশ পুরনো কর বাগানের পুজো। স্বাধীনতার বছরই এই পাড়ায় দুর্গাপুজা শুরু হয়। ১৯৪৭ সালে শুরু হওয়া সেই পুজো আজও অম্লান। বরং সময়ের সঙ্গে সঙ্গে এই পুজো হয়ে উঠেছে উল্টোডাঙার পুজোগুলির মধ্যে অন্যতম। বড় বাজেটের পুজো না হলেও এই পুজোয় থাকে অভিনবত্বের ছোঁয়া। আর তার টানেই দর্শকরা ভিড় জমান এখানে। এবার এই পুজো ৭২ তম বর্ষে পদার্পণ করল।
এ বছর এই পুজোর থিম ‘বাঁধনে বাঁধা’। মানুষের জীবনে নানারকম বাঁধন থাকে। তবে সবথেকে বড় বাঁধন হল শিক্ষার বাঁধন। শিক্ষার অটুট বাঁধন বোঝাতে মঞ্চে থাকছে চেয়ার টেবিল। মণ্ডপে থাকবে বিভিন্ন মডেল। প্রতিমাতে থাকছে নতুনত্ব। থিমের সঙ্গে থাকছে মানানসই আলোকসজ্জা। সব মিলিয়ে এবারও মানুষের মন জয় করতে চেষ্টার ত্রুটি রাখছে না করবাগান।













