Durga Pujo

গৌরীবেড়িয়া

Published by
News Desk

১৯৩৪ সালে কলকাতার বুকে জন্ম নেয় একটি বারোয়ারি পুজো। গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব। সেসময়ে একটা প্রবণতা তৈরি হয়েছিল বারোয়ারি শুরু করার। কলকাতার বিভিন্ন পাড়ার বাসিন্দারা উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন তাঁদের এক একটি পুজো। তারই একটি ছিল গৌরীবেড়িয়া সার্বজনীন।

এখন এই পুজো হয় খান্না থেকে উল্টোডাঙাগামী রাস্তায় পড়া ফ্লাইওভারের পাশের একটি মাঠে। এবার গৌরীবেড়িয়া বা প্রচলিত ভাষায় গৌরীবাড়ির পুজোর থিম ‌যেদিকে তাকাই, তোমাকে পাই। সে জল, স্থল বা অন্তরীক্ষ, যেখানেই হোক না কেন, ঈশ্বরের উপস্থিতি সর্বত্র। সর্বভূতে বিরাজ করছেন ঈশ্বর। প্যান্ডেলে ঢুকে গেলে দর্শনার্থীরা চমকে যেতে পারেন। মনে হবে যেন মহাশূন্যের নিচে দাঁড়িয়ে আছেন তাঁরা। এক অদ্ভুত অনুভূতিতে ভরিয়ে তুলতে রাতদিন পরিশ্রম করছেন শিল্পীরা। থিম ভাবনায় অমর সরকার।

থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমার রূপ দিচ্ছেন শিল্পী তরুণ দে। থাকছে আলোর ব্যবহারও। গৌরীবাড়ির পুজোর এবারের বাজেট আনুমানিক ৪২ লক্ষ টাকা। উদ্বোধন দ্বিতীয়ার দিন।

Share
Published by
News Desk