Durga Pujo

সিকদার বাগান

Published by
News Desk

১০৫ বছর পার করল সিকদার বাগানের দুর্গাপুজো। শতাব্দী প্রাচীন এই পুজো উত্তর কলকাতার অন্যতম গর্ব। কারণ গোটা কলকাতায় শতাব্দী প্রাচীন বারোয়ারি দুর্গাপুজোর সংখ্যা হাতে গুণে বলা যায়। তার একটি সিকদার বাগান। আর পাঁচটা পুজোর মত এই পুজোও শুরু হয়েছিল স্থানীয় কিছু উদ্যোগী মানুষের চেষ্টায়। তারপর থেকে পুজো চলে আসছে নিরন্তরভাবে।

সময়ের সঙ্গে সবই বদলায়। সেই বদলের হাত ধরেই সিকদার বাগানের পুজোয় এখন থিমের ছোঁয়া। এবারের থিম ‘বাঁচুক সৃষ্টি, থাকুক প্রাণ’। থিমের প্রাথমিক উদ্দেশ্য পরিবেশ দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করা। আগুন লাগতে পারে এমন কিছু প্যান্ডেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে না। বাঁশ, চেঁচাড়ি দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। থিম শিল্পী সুজিত পাল।

এবার প্রতিমাতেও কিছু নতুনত্বের ছোঁয়া দিয়েছে সিকদার বাগান। প্রতিমার অঙ্গে বাঁশের কাজ দর্শকদের ভাল লাগার কথা। প্রতিমাশিল্পী পরিমল পাল। সিকদার বাগানের পুজোর এবারের আনুমানিক বাজেট ২০ লক্ষ টাকা।

Share
Published by
News Desk