Durga Pujo

ত্রিধারা সম্মিলনী

Published by
News Desk

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো ত্রিধারা সম্মিলনী। ত্রিধারা মানেই পুজোর দিনগুলোয় উপচে পড়া ভিড়। এবার ত্রিধারা সম্মিলনীর পুজো ৭১ তম বর্ষে পদার্পণ করল। ত্রিধারার এবারের থিম ভাবনা আধুনিকতার গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃতি। কিন্তু মানুষ ছুটে চলেছে আধুনিকতার দিকে। প্রকৃতি ধ্বংসের দিকে তাদের ভ্রুক্ষেপ নেই। এটাই তুলে ধরার চেষ্টা হবে ত্রিধারার মণ্ডপে। থিম শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা। প্রতিমাশিল্পীও গৌরাঙ্গবাবুই।

ত্রিধারার থিম সং রচনা করছেন নচিকেতা। থিম মিউজিক করছেন সুরকার জয় সরকার। পুজোর উদ্বোধন দ্বিতীয়ার দিন। পুজোর দিনগুলোয় লক্ষাধিক মানুষের ভিড় জমবে বলে কার্যত নিশ্চিত পুজোর উদ্যোক্তারা।

Share
Published by
News Desk