Durga Pujo

সুরুচি সংঘ

Published by
News Desk

১৯৫২ সালে দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় শুরু হয় সুরুচি সংঘের পুজো। কলকাতার আর পাঁচটা বারোয়ারি পুজোর মতই নিউ আলিপুর থানার উল্টোদিকে এই পুজো হত। কিন্তু যাকে লাইমলাইট বলে, সেই লাইমলাইটে আসা শুরু হয় নয়া শতাব্দীর গোড়া থেকে। ২০০১ সাল থেকে সুরুচির পুজোয় লাগে থিমের ছোঁয়া। এরপর মন্ত্রী তথা এলাকার বিধায়ক অরূপ বিশ্বাসের চেষ্টায় সুরুচি সংঘের পুজো এখন কলকাতার প্যান্ডেল হপারদের কাছে অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে। পুজোর দিনগুলোয় অগণিত দর্শক সারাদিন এখানে হাজির হন অপরূপ শিল্পকর্ম ও প্রতিমা দর্শনে।

এবার সুরুচির থিম ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’। থিম ভাবনাকে বাস্তব রূপ দিচ্ছেন শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে রূপ নিচ্ছে প্রতিমাও। শিল্পী নব পাল।

মুখ্যমন্ত্রী নিজেই এই পুজোর থিম সং রচনা করেছেন। গানে সুর দিয়েছেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। গান গাইছেন শ্রেয়া ঘোষাল। শেষ কয়েক বছরে সুরুচির মণ্ডপ, প্রতিমা ছাড়াও সকলের কাছে অন্যতম আকর্ষণ এখানকার থিম সং। ক্যাসেট বিক্রিও হয় দেদার।

এ বছর সুরুচির বাজেট আনুমানিক ৩০ লক্ষ টাকা। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share
Published by
News Desk