Durga Pujo

যোধপুর পার্ক

Published by
News Desk

দক্ষিণ কলকাতার পুরনো ও পরিচিত পুজো যোধপুর পার্কের পুজো। এ বছর যোধপুর পার্কের পুজো ৬৫ বছরে পা রাখল। একসময়ে দক্ষিণ কলকাতায় পুজো দেখার পরিকল্পনা করা হলে সেই তালিকায় যোধপুর পার্কের নাম অবশ্যই থাকত। যোধপুর পার্কের পুজো শুরু হয় স্থানীয় উচ্চপদস্থ সরকারি কর্মচারিদের উদ্যোগে। ক্রমে এই পুজো দর্শকদের নজর কেড়েছে। লেগেছে থিমের ছোঁয়া।

এবার যোধপুর পার্কের থিম ‘নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়’। উদ্যোক্তাদের দাবি, সংসারের জটিল জীবনই স্বার্থপরতার জন্ম দেয়। যা মুছে দিতে পারে একমাত্র প্রকৃতির সান্নিধ্য। এই ভাবনাই এবার এই পুজোর থিম। শিল্পী বিমান সাহা। একটি পাখির বাসার আদলে তৈরি হচ্ছে গোটা প্যান্ডেল। তারমধ্যেই যত্ন করে ফুটিয়ে তোলা হচ্ছে সংসার জীবনের স্বার্থপরতা ও প্রকৃতির সান্নিধ্য।

প্যান্ডেলের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে থাকছে এলইডি আলোর ব্যবহার। উদ্যোক্তাদের আশা সপ্রতিভ আলোর খেলা গোটা প্যান্ডেল জুড়ে বিচরণ করার ফলে দর্শকদের তাক লেগে যাবে। এমন আলোর ব্যবহার নাকি কলকাতা আগে দেখার সুযোগ পায়নি। সবমিলিয়ে দর্শক টানার উদ্যোগে যে এই পুজো কোনও খামতি রাখতে নারাজ, তা পরিস্কার।

যোধপুর পার্কের পুজোয় এবার প্রতিমা সাবেকি। প্রতিমাশিল্পী পরিমল পাল। পুজোর আনুমানিক বাজেট ৪৫ লক্ষ টাকা। বড় বাজেটের পুজো। ভাবনাতেও অভিনবত্বের ছোঁয়া। ফলে এবার ঘণ্টায় ৩০ হাজার মানুষের সমাগম আশা করছেন উদ্যোক্তারা। পুজোর উদ্বোধন চতুর্থীর দিন।

Share
Published by
News Desk