Durga Pujo

লেকটাউন অধিবাসীবৃন্দ

Published by
News Desk

লেকটাউনের জয়া সিনেমা হলের উল্টোদিকের লম্বাটে পার্কে হওয়া লেকটাউন অধিবাসীবৃন্দের পুজোর বেশ নামডাক আছে। না হওয়ারও কিছু নেই। কারণ বিগত বেশ কয়েক বছর ধরেই এই পুজো নিজের একটা ছাপ রাখতে পারছে অন্যান্য মনে রাখার মত প্যান্ডেল, প্রতিমার ভিড়ে। আর পাঁচটা পুজোর মত এই পুজোও শুরু হয়েছিল স্থানীয় কিছু মানুষের উদ্যোগে। ক্রমে সুবর্ণ জয়ন্তী পার করে ৫৪ বছরে পা রাখতে চলেছে লেকটাউন অধিবাসীবৃন্দের পুজো।

এবার পুজোর থিম সময়ের ‘বিবর্তন’। কেমন বিবর্তন? পুজোর বিবর্তন। সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বদলাল কলকাতার পুজো। একসময়ের আর্টের ঠাকুর থেকে এখন থিমের রমরমা। ধাপে ধাপে এই বিবর্তনই লেকটাউন অধিবাসীবৃন্দের এবারের ভাবনা। থিম শিল্পী বাপী দাস। তিনিই গড়ে তুলছেন প্রতিমাও। প্রতিমা সাবেকি ঘরানার।

তৃতীয়ার দিন এই পুজোর উদ্বোধন। পুজোর বাজেট আনুমানিক ১৮ লক্ষ টাকা। প্রত্যেকদিন কমপক্ষে ৩০ হাজার মানুষ এই পুজো দেখতে প্যান্ডেলে হাজির হবেন বলে মনে করছেন পুজোর উদ্যোক্তারা।

Share
Published by
News Desk