Durga Pujo

কুমারটুলি সর্বজনীন

Published by
News Desk

কলকাতার কুমোরপাড়া হিসাবে কুমোরটুলির খ্যাতি আজকের নয়। বছরের পর বছর ধরে প্রতিমা গড়ে চলেছেন এই পাড়ার শিল্পীরা। এখন আরও বিভিন্ন জায়গায় ঠাকুর তৈরি শুরু হলেও বহু বছর কুমোরটুলির কুমোরপাড়ায় অপরিসর জায়গায় তৈরি একের পর এক দুর্গা প্রতিমা পৌঁছে যেত বিভিন্ন প্যান্ডেলে। কুমোরপাড়ার সেই আবহই এবার জায়গা পেতে চলেছে কুমারটুলি সর্বজনীনের মণ্ডপে।

পুজোর বয়স হয়েছে। ৮৬ বছর পার করা এই পুজো কলকাতার পুরনো পুজোগুলির মধ্যে অন্যতম। সেই কুমোরটুলির মণ্ডপেই এবার কুমোরপাড়ার গাথা। থিমের নাম ‘শ্রদ্ধাঞ্জলি’। বিষয় ভাবনার সঙ্গে নামটি অদ্ভুতভাবে খাপ খেয়েছে। কুমোরপাড়ার শিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনই এবার কুমোরটুলির ভাবনা। কুমোরটুলি মানেই গঙ্গার ঘাট। কুমোরপাড়ার গা দিয়ে বয়ে গেছে গঙ্গা। সেই গঙ্গার আবহকে প্যান্ডেলে তুলে ধরতে থাকছে আলোর খেলা। সেই আলোয় কুলকুল করে বইবে গঙ্গা। মণ্ডপ তৈরিতে ব্যবহার হচ্ছে দড়ি, পাট ও খড়ের।

বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ধারাভাষ্য থিমকে দর্শকদের কাছে আরও জীবন্ত করে তুলবে। এটা অবশ্যই এই পুজোর একটা বড় পাওনা। পুজোর প্রতিমা গড়ছেন শিল্পী পরিমল পাল। থাকছে থিম মিউজিকও। সুর তৈরি করছেন ত্রিদিব ভট্টাচার্য।

পুজোর উদ্বোধন হবে দ্বিতীয়ার দিন। পুজোর দিনগুলোয় কমপক্ষে ৩০ লক্ষ মানুষের সমাগম হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

Share
Published by
News Desk