Durga Pujo

বাদামতলা আষাঢ় সংঘ

Published by
News Desk

বাদামতলা আষাঢ় সংঘের পুজো আজকের নয়। ১৯৩৯ সালে এই পুজো শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে শুরু হওয়া এই পুজো এরপর প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে এগিয়ে চলেছে। শুরুতে থিম ছিলনা। তখন থিমের রেওয়াজও ছিলনা। সাদামাটা পুজোই হত। গত ৪০ বছর ধরে বাদামতলার পুজো আঙ্গিক বদলেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্যান্ডেল, প্রতিমায় নজরকাড়া ছাপ রাখার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। ‌যারফলে ক্রমে বাদামতলা আষাঢ় সংঘের পুজো মানুষের মনে জায়গা করে নিয়েছে। জিতে নিয়েছে বিভিন্ন পুরস্কার।

এবছর বাদামতলার পুজোর থিম ‘পশ্চিমী হাওয়া’। চলতি বছরকে ইন্দো-ইউএস ট্যুরিজম ইয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে। পর্যটনের সেই দিকটিকে মাথায় রেখে আমেরিকার একটি পুজোকে এবার প্যান্ডেলে তুলে ধরা হচ্ছে। থিমের ভাবনাকে রূপ দিচ্ছেন পূর্ণেন্দু দে ও স্নেহাশিস মাইতি। প্যান্ডেলকে আরও মোহময় করে তুলতে বিশেষভাবে আলোর ব্যবহার থাকছে। যা দর্শকদের জন্য বাড়তি পাওনা হতে চলেছে।

প্রতিমা সেজে উঠছে সাবেকি ঘরানার আঙ্গিকে। প্যান্ডেলের পাশাপাশি প্রতিমার রূপও দিচ্ছেন পূর্ণেন্দু দে। বাদামতলার পুজোর বাজেট আনুমানিক ৩৫ লক্ষ টাকা। উদ্যোক্তাদের আশা পুজোর সময় প্রতিদিন ৫০ হাজারের বেশি দর্শকের সমাগম হবে তাঁদের প্যান্ডেলে। উদ্বোধন তৃতীয়ার দিন।

Share
Published by
News Desk