
কলকাতার অন্যতম পুরনো পুজোর তালিকায় মুদিয়ালি ক্লাবের পুজো অবশ্যই একটি। দক্ষিণের পুরনো পাড়া। পুরনো পুজো। ৮৩ বছর ধরে এ পাড়ায় পুজো হয়ে আসছে। মুদিয়ালি ক্লাবের পুজোর সুনামও বহুদিনের। নানা ধরণের ভাবনায় প্যান্ডেল সাজিয়ে মুদিয়ালি দর্শকদের বারবার চমকে দিয়েছে।
সুপ্রাচীন এই পুজোয় এবার প্যান্ডেল সেজে উঠছে পাল্কিতে। তবে শুধু পাল্কিই নয়, পুরনো আমলে যেসব পশুকে পরিবহণের কাজে ব্যবহার করা হত তাদের মডেলও প্যান্ডেলে জায়গা পাচ্ছে। বিষয় ভাবনা মহানগরীর পরিবহণ ব্যবস্থার পরিবর্তন। সময়ের সঙ্গে সঙ্গে পরিবহণ ব্যবস্থায় পরিবর্তন এসেছে। যানবাহন বদলেছে। গতি বেড়েছে। সেই ক্রমবিকাশই এবার জায়গা পাচ্ছে মুদিয়ালি ক্লাবের প্যান্ডেলে। সেই ধারাবাহিকতার ইতিহাসকে ফুটিয়ে তুলে সেজে উঠছে প্যান্ডেল। শিল্পী গৌরাঙ্গ কুইলা বেশ যত্ন করে তাঁর ভাবনাকে প্যান্ডেলের আনাচে কানাচে ফুটিয়ে তুলছেন। প্যান্ডেল বেশ ব্যয়বহুলই হতে চলেছে। তবে যেভাবে ভাবনা তিলে তিলে ফুটে উঠছে তাতে এই পুজো এবার দর্শকদের অন্যতম গন্তব্য হতেই পারে।
মুদিয়ালি ক্লাবের প্রতিমা এবার সাবেকি ঘরানার। প্রতিমা শিল্পী চন্দননগরের শিল্পী অমিত দাস। এবার এই ক্লাবের পুজোর বাজেট আনুমানিক ৪০ লক্ষ টাকা। উদ্যোক্তাদের আশা প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হবে তাঁদের মণ্ডপে। তৃতীয়ার দিন পুজোর উদ্বোধন। তারপর থেকেই মণ্ডপে ভিড় উপচে পড়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন উদ্যোক্তারা।













