National

প্রিয়াঙ্কার ট্যুইটারে হাতেখড়ি, আছড়ে পড়ল ফলোয়ারের সুনামি

Published by
News Desk

কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পূর্ব উত্তরপ্রদেশে দলের দায়িত্ব পাওয়া প্রিয়াঙ্কা গান্ধী বঢরার রাজনৈতিক পথচলা শুরু হল এদিন থেকেই। এদিন দাদা তথা কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে পাশে নিয়ে লখনউয়ে রোড শো-এর মধ্যে দিয়ে প্রত্যক্ষ রাজনৈতিক জীবনে পা রাখলেন প্রিয়াঙ্কা। সোমবার সেই রোড শো-তে অংশ নেওয়ার আগে তিনি সোশ্যাল সাইটেও নিজের উপস্থিতি নিশ্চিত করলেন।

লখনউয়ে রোড শোয়ে দাদা রাহুল গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, ছবি – আইএএনএস

সোমবার ট্যুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি আত্মপ্রকাশ করলেন। আর প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ট্যুইটারে পা রাখার সঙ্গে সঙ্গে হুহু করে বাড়তে থাকে তাঁর ফলোয়ার। প্রতি মিনিটে ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকে। ফলোয়ারের সুনামি আছড়ে পড়ে পেজে। আত্মপ্রকাশের কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ২০ হাজার পার করেছে তাঁর ফলোয়ারের সংখ্যা।

লখনউয়ে রোড শোয়ে দাদা রাহুল গান্ধী ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, ছবি – আইএএনএস

উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী হাওয়াকে আরও জোড়াল করতে প্রিয়াঙ্কাই হল কংগ্রেসের তুরুপের তাস। এদিন তাঁর রোড শো-তে মানুষের ঢলও তেমনই ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার তিনি কতটা সফল হন তাঁকে দেওয়া মিশনে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk