Entertainment

ফের একবার এশিয়ার ‘সেক্সিয়েস্ট ওম্যান’ তকমা পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

Published by
News Desk

সপ্রতিভ সৌন্দর্য দিয়ে ২০০০ সালে বিশ্ববাসীকে মুগ্ধ করে মিস ওয়ার্ল্ডের তাজ জয় করেছিলেন তিনি। বলিউড হলিউড দুই জায়গাতেই নিজের অভিনয় গুণে অজস্র অনুরাগীর ভালোবাসা ও প্রশংসাও কুড়িয়েছেন। মোহময়ী সৌন্দর্য ও শরীরী বিভঙ্গের যৌন আবেদনের জন্য ৪ বার এশিয়ার ‘সেক্সিয়েস্ট নারী’র তকমাও পেয়েছেন। আরও একবার সেই তকমা নিজের দখলে রাখার কৃতিত্ব অর্জন করলেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। ব্রিটেনের একটি সাপ্তাহিক ম্যাগাজিন আয়োজিত সমীক্ষায় এশিয়ার ৫০ জন সেক্সিয়েস্ট মহিলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থান দখল করেছেন প্রিয়াঙ্কা।

অনলাইন সমীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন হিন্দি টেলিজগতের পরিচিত মুখ নিয়া শর্মা। আর ২০১৬-র সমীক্ষায় প্রথম স্থানে থাকা আরেক বলিউড কাঁপানো অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবছর নেমে এসেছেন তৃতীয় স্থানে। পঞ্চমবারের জন্য এশিয়া মহাদেশের সেক্সিয়েস্ট নারীর উপাধি পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। ভোটারদের ধন্যবাদ জানানোর পাশাপাশি তাঁর আবেদনময়ী সৌন্দর্যের রহস্যের জন্য মা-বাবার অবদানের কথা স্বীকার করতে ভোলেননি কোয়ান্টাম ও বে ওয়াচ খ্যাত অভিনেত্রী।

Share
Published by
News Desk

Recent Posts