Entertainment

কমপক্ষে ১০টি প্রজেক্টে না করেন প্রিয়াঙ্কা, দাবি মায়ের

Published by
News Desk

এইবার মেয়ের হয়ে মুখ খুললেন মা। যৌন হেনস্থা থেকে রেহাই পেতেই নাকি অন্তত ১০টা প্রজেক্ট হাতছাড়া করেছেন বিশ্ব সুন্দরী খেতাব জয়ী প্রিয়াঙ্কা চোপড়া। এমনটাই দাবি করেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে মধু চোপড়া বলেন, প্রিয়াঙ্কাকে এক পরিচালক এমনই অশ্লীল পোশাক পরতে দিয়েছিলেন যা পড়ে জনসমক্ষে আসা যায়না। পোশাক বিতর্ক নিয়ে প্রিয়াঙ্কাকে অনেক কটূক্তি শুনতে হয়েছে পরিচালকদের মুখ থেকে। তবে বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা আপোষ করেননি তাঁদের সঙ্গে।

বলিউডের পাশাপাশি হলিউডেও চুটিয়ে কাজ করছেন এই অভিনেত্রী। নিজের জায়গা বানিয়েছেন সদর্পে। এমনকি ফোর্বসের তালিকায় বিশ্বের ১০০ জন প্রভাবশালী মহিলাদের মধ্যেও নাম উঠেছে তাঁর। মায়ের পাশাপাশি মুখ খুলেছেন মেয়েও। প্রিয়াঙ্কার দাবি, হলিউডের মত বলিউডেও অনেক হার্ভে উইন্সটিন রয়েছেন। যাদের লালসার শিকার হয়েছেন অনেক মডেল ও অভিনেত্রী।

Share
Published by
News Desk

Recent Posts