World

প্রধানমন্ত্রীর সঙ্গে বার্লিনে দেখা হয়ে গেল প্রিয়াঙ্কার!

Published by
News Desk

অনেক ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ত সময়সূচি থেকে সময় বার করে দেখা করার জন্য। এ এক কাকতালীয় ঘটনা। যখন তিনি বার্লিনে। তখন আমিও বার্লিনে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হওয়ার পর ট্যুইটারে এমনই জানালেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি।

হলিউডে তাঁর ডেবিউ সিনেমা বেওয়াচ-এর প্রচারে এখন বার্লিনে রয়েছেন প্রিয়াঙ্কা। আর গত সোমবারই ৪ দেশের ইউরোপ সফরে বার্লিনে পা রেখেছেন প্রধানমন্ত্রী। বিদেশের শহরে প্রধানমন্ত্রীকে পেয়ে তাঁর সঙ্গে দেখা করে এলেন পিগি চপস! — প্রিয়াঙ্কা চোপড়া ও প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – প্রিয়াঙ্কা চোপড়া

Share
Published by
News Desk

Recent Posts