Entertainment

খোলামেলা পোশাকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা চোপড়া

Published by
News Desk

গ্র্যামি-র আসরে খবর হলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। গ্র্যামি-র সঙ্গে লতায় পাতায় প্রিয়াঙ্কার কোনও সম্পর্ক নেই। আবার আছেও। কারণ তাঁর স্বামী নিক জোনাস একজন সফল গায়ক। যিনি ৬২ তম গ্র্যামির অনুষ্ঠানে পারফর্ম করেন। আর নিকের স্ত্রী হিসাবে সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা। থাকাটা বড় কথা নয়। কিন্তু কোথাও গিয়ে তাঁর পোশাক নজর কেড়ে গেল। বিদেশি মিডিয়াও খোলামেলা সেই পোশাকে প্রিয়াঙ্কার ছবি তুলতে সময় নষ্ট করেনি।

নেক লাইন গাউন। প্রায় নাভিদেশের নিচ পর্যন্ত কাটা একটি পোশাক। যা বক্ষযুগলকে অনেকটাই উন্মুক্ত রাখে। যা অবশ্যই যে কারও নজর আটকে দেওয়ার জন্য যথেষ্ট। এভাবে বক্ষদেশ উন্মুক্ত করে একটি অনুষ্ঠানে প্রিয়াঙ্কার হাজির থাকা নিয়ে ইন্টারনেট দ্বিধাবিভক্ত। কেউ সমালোচনার দৃষ্টিতে বিষয়টি দেখেছেন। কেউ পোশাকের তারিফ করেছেন।

নিক জোনাসের ভাইয়েরাও তাঁদের স্ত্রীদের সঙ্গে করে এনেছিলেন। কিন্তু সেসব বিদেশিনীও প্রিয়াঙ্কার মত সাহসী হয়ে উঠতে পারেননি পোশাকের ক্ষেত্রে। ফলে চর্চার নিউক্লিয়াসে এখন প্রিয়াঙ্কা। নজর কেড়েছে প্রিয়াঙ্কার গয়নাও। সেইসঙ্গে নাভিদেশের নিচে লাগানো স্ফটিকের অলংকার। গ্র্যামির রেড কার্পেটে তাই স্বভাবতই ঝড় তুলেছেন নিক-প্রিয়াঙ্কা। ক্যামেরার ঝলকানি থামেনি বেশ কিছুক্ষণ।

Share
Published by
News Desk

Recent Posts