Entertainment

প্রেমপর্ব শুরু হল কীভাবে, অবশেষে জানালেন প্রিয়াঙ্কা

Published by
News Desk

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিক জোনাসের বিয়ে বছর ঘুরে গেছে। দুজনেই বিভিন্ন সময়ে সোশ্যাল সাইটে ছবি দিয়েছেন। ভিডিও শেয়ার করেছেন। বিবাহিত জীবনের নানা মুহুর্ত সেই ফ্রেমে ধরা পড়েছে। সাধারণ মানুষ তা দেখেছেন। এই ২ সেলেব্রিটি দম্পতিকে নিয়ে শুধু ভারত বলেই নয়, সারা বিশ্বেই যথেষ্ট চর্চা হয়। কিন্তু কেন নিককেই পছন্দ হল দেশি গার্লের? কেন অন্য কেউ নয়? এতদিন সে সম্বন্ধে কিছু না জানালেও অবশেষে সেই কাহিনি প্রকাশ করলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, তিনি যখন নিকের সঙ্গে ডেট করা শুরু করেন তখন ২ জনেই ২ জনের সম্বন্ধে অনেকটাই জানতেন। কিন্তু নিককে তাঁর প্রথম ভাল লাগে একটি ভিডিওতে। মিউজিক ভিডিও-তে। ক্লোজ নামে সেই ভিডিওতে নিক একসময় গায়ের জামা খুলে দেন। সেই ভিডিও দেখে প্রিয়াঙ্কা প্রেমে পড়ে যান নিকের। তারপরই যোগাযোগ। শুরু প্রেমপর্ব। দুজনে চুটিয়ে ডেট করতে থাকেন।

প্রিয়াঙ্কা জানান তাঁরা বিয়ের পর এখনও নিজেদের সম্বন্ধে নানা তথ্য জানার চেষ্টা করেন। রাতে তাঁদের এ নিয়ে আলোচনাও হয়। ক্যাম্প রক নামে একটি সিনেমা নিকের এখনও তাঁর দেখা হয়নি। প্রিয়াঙ্কা জানান দ্রুত ক্যাম্প রক দেখার একটি পার্টির আয়োজন হবে। সেখানে সিনেমাটি দেখার পাশাপাশি দারুণ উপভোগ্য হবে পার্টিটাও। প্রসঙ্গত প্রিয়াঙ্কা একটি বইও লিখতে শুরু করেছেন। হয়তো সেখানে জায়গা পাবে তাঁর ও নিকের জীবনের নানা অজানা তথ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts