Entertainment

নিক ও প্রিয়াঙ্কার পরিবারে নতুন অতিথি, বেজায় খুশি দম্পতি

Published by
News Desk

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে থেকে শুরু করে তাঁদের বিভিন্ন মুহুর্তের ছবি সোশ্যাল সাইটে তুলে দেন দুজনেই। ফলে তাঁদের ব্যক্তিগত খুনসুটি, প্রেম, ছুটি কাটানো থেকে দিওয়ালী বা করবা চৌথ-এর ব্রত পালন সবই সাধারণ মানুষের জানা। জীবনের কিছুই লুকোন না এই সেলেব্রিটি দম্পতি। ফলে তাঁদের জীবনে নতুন অতিথি আসবে আর তাঁরা সেই খুশি সকলের সঙ্গে ভাগ করে নেবেন না তাই হয় নাকি! নিক জোনাসই পুরো বিষয়টি ফাঁস করেছেন।

নিক সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তাঁকে প্রিয়াঙ্কা ঘুম থেকে ডেকে তুললেন। আর নিক জেগে উঠতেই তাঁর গায়ের ওপর উঠে পড়ল একটি জার্মান শেফার্ড কুকুর। প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি নিক। ঘুম চোখে বিছানায় শুয়েই তিনি কি? কি? বলে ওঠেন। তারপর অবশ্য দ্রুত তাঁর সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় সেই উচ্চজাতের সারমেয়ের।

নিক পরে অবশ্য তার সঙ্গে অনেক ছবি তুলেছেন। তাঁরা যে বেজায় খুশি এই নতুন কুকুরছানাকে নিয়ে তাও জানাতে ভোলেননি নিক। সকলের সঙ্গে তাঁদের পরিবারের নতুন অতিথির পরিচয় করিয়ে দিয়েছেন। কুকুরটির নাম দিয়েছেন জিনো দ্যা জার্মান। যেহেতু কুকুরটি জার্মান শেফার্ড তাই তার নামে জার্মান শব্দটি রেখেছেন প্রিয়াঙ্কা-নিক। বিবাহবার্ষিকীর মুখে এমন একটা উপহার স্ত্রীর কাছ থেকে পেয়ে নিজের খুশি চেপে রাখতে পারেননি নিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts