Entertainment

সিনেমার শ্যুটিংয়ে গিয়ে বড়সড় সমস্যায় পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

Published by
News Desk

দ্যা হোয়াইট টাইগার সিনেমার শ্যুটিংয়ে এখন ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। আর সেই সিনেমার শ্যুটিং করতে গিয়েই মহা সমস্যার শিকার হলেন তিনি। আর সেই সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েও দিলেন দেশিগার্ল। নাক, মুখ ঢাকা মাস্ক পরে একটি ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। দিল্লিতে সিনেমার শ্যুটিং করতে গিয়ে সীমাহীন দূষণের কবলে পড়েছেন তিনি। জানিয়েছেন এই দূষণে শ্যুটিং করা কার্যত অসম্ভব হয়ে উঠছে। পাশাপাশি নিজেকে ভাগ্যবান বলেই মনে করছেন তিনি।

প্রিয়াঙ্কা জানিয়েছেন তাঁর সঙ্গে তবু মাস্ক রয়েছে। এয়ার পিউরিফায়ার রয়েছে। কিন্তু দিল্লিতে যাঁরা থাকেন তাঁরা যে কীভাবে রয়েছেন তা তিনি বুঝে উঠতে পারছেন না। আসলে মুখে মাস্ক লাগিয়েও ওই দূষণের মধ্যে দিনের পর দিন কাটানো রীতিমত কঠিন হয়ে উঠছে। এদিকে যাঁরা বাড়িতে থাকেন তাঁদের কথা একরকম। কিন্তু যাঁরা গৃহহীন। রাস্তাই যাঁদের ঘর। তাঁদের জন্য প্রার্থনা করতে বলেছেন প্রিয়াঙ্কা।‌

অরবিন্দ আদিগা-র পুরস্কারপ্রাপ্ত নভেল দ্যা হোয়াইট টাইগার অবলম্বনেই তৈরি হচ্ছে সিনেমাটি। সিনেমায় এক চায়ের দোকানের কর্মচারি থেকে এক ব্যক্তির জীবনে সফল উদ্যোগপতি হয়ে ওঠার কাহিনি উঠে এসেছে। সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন রাজকুমার রাও। সেই সিনেমার শ্যুটিংয়ে এখন দিল্লিতে রয়েছেন প্রিয়াঙ্কা। আর সেখানেই প্রবল দূষণে আপাতত জর্জরিত নিক পত্নী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk