Entertainment

ভরা অডিটোরিয়ামে প্রিয়াঙ্কাকে চুমু খেলেন নিক

Published by
News Desk

স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি তাঁর ভালবাসার কথা নিক জোনাস কখনই চেপে রাখেন না। সোশ্যাল মিডিয়ায় সুযোগ পেলেই স্ত্রীয়ের প্রতি ভালবাসা ও সম্মান, দুটোই প্রদর্শন করেন তিনি। সে ভাষায় হোক বা কোনও কাজের মধ্যে দিয়ে। যেমনটা তিনি করলেন সম্প্রতি আমেরিকায় জোনাস ব্রাদার্স-এর একটি কনসার্টে। অনুষ্ঠানের মাঝেই বিশাল অডিটোরিয়ামে ঠাসা শ্রোতার সামনেই প্রিয়াঙ্কাকে আবেগপ্রবণ চুম্বন দেন তিনি।

জোনাস ব্রাদার্স-এর সেই কনসার্ট দেখতে ভিআইপি এরিনায় উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর সম্পর্কে জা ড্যানিয়েলি। সেই সময় কনসার্টের মাঝেই জোনাস ব্রাদার্স তাঁদের সামনে দিয়ে যাচ্ছিলেন। আগে ছিলেন কেভিন জোনাস। তিনি গোলাপি পোশাকে সজ্জিতা স্ত্রী ড্যানিয়েলিকে চুম্বন করে এগিয়ে যান। কেভিনের পিছনেই ছিলেন নিক। নিক এগিয়ে এসে প্রিয়াঙ্কাকে চুম্বন করেন।

কদিন আগেই গেছে করবা চৌথ। সেখানে প্রিয়াঙ্কার ভারতীয় সংস্কৃতি ও পরম্পরা মেনে করবা চৌথ পালনে নিক লিখেছিলেন তিনি স্ত্রীয়ের কাছ থেকে অনেক ভারতীয় রীতিনীতি শিখেছেন, জেনেছেন। তাঁরা তাঁদের বেশ কিছু মুহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। স্ত্রীয়ের প্রতি ভালবাসার কথা জানাতে ভোলেননি নিক। এবার সেই ভালবাসার চুম্বনই এঁকে দিলেন স্ত্রীয়ের ঠোঁটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts