Entertainment

‘দেশি গার্ল’-এর জন্মদিনে শুভেচ্ছার বন্যা

Published by
News Desk

৩৬ বছর পূর্ণ করলেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এখন অধিকাংশ সময় বিদেশেই কাটান প্রিয়াঙ্কা। ফলে সোশ্যাল মিডিয়াই ছিল তাঁকে শুভেচ্ছা জানানোর উপায়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে হাজির বলিউডের হুজ হু-রা। কে নেই তালিকায়!

মাধুরী দীক্ষিত নেনে, অনিল কাপুর, বরুণ ধাওয়ান, সোনম কাপুর, অনুপ জালোটা, মধুর ভান্ডারকর, আলিয়া ভাট, ইয়ো ইয়ো হানি সিং এবং আরও অনেকে।

অনিল কাপুর লেখেন, হয় বড় কিছু কর অথবা বাড়ি ফেরো, প্রিয়াঙ্কার এই প্রবণতা তাঁর পছন্দের। যদি কেউ কোনও লক্ষ্য স্থির করে সেদিকে এগোতে থাকে তবে এমন কোনও বাধা হয়না যা অতিক্রম করা যায়না। মাধুরীও প্রিয়াঙ্কাকে সবসময় হাসতে থাকার কথা জানিয়েছেন। অনুপ জালোটা লিখেছেন, প্রিয়াঙ্কা নিজের জন্য একটা অকল্পনীয় সাম্রাজ্য তৈরি করেছেন। এজন্য তাঁকে সেলাম।

প্রিয়াঙ্কা চোপড়া এমন এক অভিনেত্রী যিনি দেশের সীমা ছাড়িয়ে হলিউডেও নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন। বলিউডে ‘ডন’, ‘ফ্যাশন’, ‘ক্রিস’, ‘মেরি কম’, ‘বরফি’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং এমন অনেক সিনেমায় তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করে নিজের জায়গা পাকা করে নেন। প্রথম সারিতেও ছিলেন তিনি।

২০১৫ সালে আমেরিকান টেলিভিশন শো ‘কোয়ান্টিকো’-তে সই করে পাড়ি জমান হলিউডে। ২০১৭ সালে করেন ‘বেওয়াচ’। ‘ইজ নট ইট রোমান্টিক’ সিনেমায় তাঁকে শেষ দেখা গেছে। আপাতত পরিচালক সোনালি বোসের ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts