Entertainment

সাদা মোনোকিনিতে জলপরী প্রিয়াঙ্কা চোপড়া, ছবি তুললেন নিক

Published by
News Desk

যতটা পারা যায় সুন্দর ও বৈচিত্র্যে ভরা ভঙ্গিমায় পোজ দিয়ে চললেন প্রিয়াঙ্কা চোপড়া। আর স্ত্রীর সেই সব সুন্দর ছবি একের পর এক ক্যামেরাবন্দি করলেন স্বামী নিক জোনাস। নীল জলের পুল। পরনে সাদা মোনোকিনি। চোখে রোদ চশমা। আর হাতে ককটেলের গ্লাস। মোহময়ী হয়ে ওঠার জন্য কোনও কিছুই বাকি রাখেননি প্রিয়াঙ্কা।

স্ত্রী একের পর এক ভঙ্গিমায় পোজ দেন, আর তা টপ করে ক্যামেরায় চিরদিনের জন্য বন্দি করে ফেলেন নিক। সেসব ছবিরই কিছু সোশ্যাল সাইটে পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেইসঙ্গে জানান, স্বামীর হাতে ক্যামেরা। আর তিনি একের পর এক ছবি তুলছেন। এর চেয়ে ভাল ছুটি আর হয়না। অন্যদিকে নিক জোনাসও স্ত্রীর সঙ্গে একটি ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন।

ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @priyankachopra

আসলে জো জোনাস ও সোফি টার্নারের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে প্যারিসে ছিলেন গত সপ্তাহে। সেই ছুটিটাই একটু বাড়িয়ে নিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। টাসকানি-তে এখন চুটিয়ে ছুটি কাটাচ্ছেন এই সেলেব্রিটি দম্পতি। প্রিয়াঙ্কাকে এরপর যে সিনেমায় দেখা যেতে চলেছে তার নাম ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’। সোনালি বোসের পরিচালনায় এই ছবি নিয়ে অনেকটা আশাবাদী প্রিয়াঙ্কা। সিনেমায় আছেন ফারহান আখতার ও জাইরা ওয়াসিম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts