Entertainment

বিদেশে নিজের যমজের উদ্বোধন করে বেজায় খুশি ‘দেশি গার্ল’

Published by
News Desk

৬ মাস আগে থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। বিশেষজ্ঞদের দল তাঁর শরীরের মাপজোক নেয়। তারপর শুরু হয় কাজ। সেই কাজ চলেছে ৬ মাস ধরে। তবে তৈরি হয়েছে হুবহু আর এক প্রিয়াঙ্কা। তবে মোমের। নিউ ইয়র্কের মাদাম তুসো-তে সেই মোমের প্রিয়াঙ্কা চোপড়ার উদ্বোধন করে বেজায় খুশি নিক ঘরণী এই অভিনেত্রী। ইন্সটাগ্রামে এই মোমের প্রিয়াঙ্কাকে নিজের যমজ বোন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @priyankachopra

২০১৬ সালে এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা একটি লাল গাউন পড়েন। সেই লাল গাউনে প্রিয়াঙ্কা তাঁর জন্য একটি আইকনিক ছবি হয়ে যায়। সেই লাল গাউনের প্রিয়াঙ্কাই জায়গা পেয়েছে নিউ ইয়র্কের মাদাম তুসো-য়। এই মোমের প্রিয়াঙ্কার সঙ্গে তিনি ছবি তুলে তা ইন্সটাগ্রামে সকলের সঙ্গে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, ছবি – আইএএনএস

মাদাম তুসো-কে এজন্য ধন্যবাদ জানিয়ে প্রিয়াঙ্কা জানান, আরও ৩ জায়গায় তাঁর মোমের অবয়ব জায়গা পাবে। লন্ডনের মাদাম তুসোয়। সিডনির মাদাম তুসো-য়। এছাড়া এশিয়ার কোনও এক শহরেও মোমের প্রিয়াঙ্কাকে দেখার সুযোগ পাবেন মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk